প্রথমেই গোবিন্দগঞ্জ পৌরসভার সকল পৌরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট পরিদর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ। গোবিন্দগঞ্জ পৌরসভা এর ওয়েবসাইটের মাধ্যমে পরিচিত করিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে যা বৈদ্যুতিক স্বয়ংক্রিয়তার যুগে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করি। একবিংশ শতাব্দীর চাহিদা পূরণ করতে যেয়ে আমরা অনুভব করেছি যে একটি প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট থাকা জরূরী এবং তার ই ফলশ্রুতিতে আমরা আমাদের পৌর কার্য্যক্রমকে শুধু পৌরবাসী নয় সারা বিশ্বের সামনে উপস্থাপন করছি যেন পৌরবাসী যেকোন প্রয়োজনে যেকোন সময় পৌরসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং পৌরকর্তৃপক্ষ কর্তৃক চলমান কার্যকরী পদক্ষেপ গুলো আমরা সর্বদা জনগণের সামনে তুলে ধরতে পারি যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়। এবং গোবিন্দগঞ্জ পৌরসভাকে জনগণের বসবাস উপযোগী করতে আমরা যে সকল পদক্ষেপ এবং উন্নয়নশীল কার্যক্রম গ্রহণ করছি এ সাইটের মাধ্যমে জনগণ যেন সেগুলোর নিত্যনতুন তথ্য পায়। গোবিন্দগঞ্জ অধিবাসীদের উন্নয়নে সম্ভাবনার সবোর্চ্চ সদ্ব্যবহারে এই পৌরসভা সবর্দা অঙ্গীকারাবদ্ধ। এই ওয়েবসাইটের মাধ্যমে পৌরসভার যাবতীয় সেবাসমূহ শহরবাসীদের দোরগোড়ায় খুব সহজেই পৌঁছে যাবে। আমরা আশা করছি এই প্রচেষ্টা গোবিন্দগঞ্জ শহরের কেন্দ্রস্থল হিসেবে পৌরসভা এবং শহরবাসীর মধ্য দুরত্ব কমিয়ে আনবে। তাছাড়া আমরা বিশ্বাস করি যে, পৌরসভার তথ্যসেবা শহরের প্রতিটি বাড়ীতে পৌছে যাবে যেখানে একটি ব্যক্তিগত কম্পিউটার পিসি থাকবে অথবা যারা মোবাইল এ ইন্টারনেট ব্যবহার করছেন। পৌরসভার এই ওয়েবসাইটটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং সময়ের গন্ডী ছাড়িয়ে যাবে। সর্বোপরি বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোবিন্দগঞ্জ পৌরসভার এই ওয়েবসাইট। পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিকদের প্রতি আমাদের অনুরোধ তারা যেন এই ওয়েবসাইট সংক্রান্ত তাদের সুচিন্তিত মতামত প্রদান করে আমাদের এই অগ্রযাত্রাকে আরো বেগবান করেন। পরিশেষে, পৌরবাসী এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা যেন অবশ্যই এই ওয়েব সাইটটি পরিদর্শন করবেন। ওয়েবসাইট-টিকে সময়োপযোগী করে তুলতে প্রতিনিয়ত যারা কাজ করে যাচ্ছেন তাদের কে জানাই ধন্যবাদ। ধন্যবাদান্তে,